আমার ফেসবুক

Friday, June 26, 2009

পথের শেষে রঙের আশা

তেপান্তরের মাঠ পেরিয়ে
অনেকটা পথ পাড়ি দিয়ে
যাই চলে এক দূর অজানাতে
নিকশ আঁধারের কোন রাত্রিতে।

স্বর্ণে মোড়া স্বপ্নগুলোতে যখন
তিল তিল করে জং ধরে গেলো
বেনীআসহকলা’র মত দিনগুলো তখন
হয়ে ওঠে কেমন যেন সাদাকালো।

মনের নীল আকাশে আজ
জমেছে কালো মেঘের ছায়া
তেপান্তরের মাঠ পেরিয়ে তাই
খুঁজে বেড়াই রঙধনুর মায়া।।


২০শে ফেব্রুয়ারী, ২০০৯

No comments:

Post a Comment