আমার ফেসবুক

Thursday, June 25, 2009

অচেনা শহরের অচেনা মানুষ

এক একটা দিন নিজেকে বড় অচেনা মনে হয়
জাগতিক এই ব্যস্ততার ভীড়ে
যান্ত্রিক এই শহরের যান্ত্রিক মানুষগুলোর মাঝে
নিজেকে হারিয়ে খুঁজে ফিরি মরু এই প্রান্তরে।

তিল তিল করে বেড়ে ওঠা জমাটবদ্ধ কষ্টগুলো
কখনোবা মৌমাছির চাকের মত জমাট বেঁধে রয়
ঘুণে ধরা এই শহরের ঘুণে ধরা মানুষগুলোকে
কখনোবা গ্রহান্তরের প্রাণীর মত অচেনা মনে হয়।

দূর আকাশের গ্রহের কোনো এলিয়েনের মত
মানুষগুলোকে আজ বড়ই অচেনা মনে হয়
অচেনা শহরের অচেনা মানুষগুলোর ভীড়ে
নিজেকে আজ খুব নিঃসঙ্গ মনে হয়।।


৬ই ডিসেম্বর, ২০০৮

No comments:

Post a Comment