আমার ফেসবুক

Thursday, June 25, 2009

দূরন্ত ছেলেটি

সেদিনের সেই দূরন্ত ছেলেটি
আজ পথ হাঁটছে একা
কেউ তো আর আসে না ফিরে
তার গন্তব্য আজ বড়ই আঁকাবাকা।

সেদিনের সেই উচ্ছল ছেলেটি
আজ ঝিমিয়ে পড়েছে অস্তমিত সূর্যের মত
নিরব হয়ে গেছে তার পথচলা
জমেছে হৃদয়ে তার প্রচুর ক্ষত।

সেই ছেলেটি এখন আর আকাশ দেখে না
দেখতে পায়না সন্ধ্যাকাশের তারার মেলা
বর্ষাস্নাত সন্ধ্যায় জানালার পাশে বসে
তারাগুলো আর তাকে ভাবালুতায় প্রলুব্ধ করেনা।।


৯ই জুলাই, ২০০৮

No comments:

Post a Comment