আমার ফেসবুক

Friday, June 26, 2009

দিকভ্রান্ত পথিকের ভাবনা

অনেকটা পথ পাড়ি দিয়ে
জীবন নামের যুদ্ধের মাঝপথে দাঁড়িয়ে
তাকাই যখন পিছু ফিরে
মনে হয় জীবনে কিছুই পাওয়া হলো না
রয়ে গেল শুধু কিছু দুঃসহ যন্ত্রণা।

মাঝে মাঝে নিজেকে মনে হয়
জীবনযুদ্ধে পরাজিত এক সৈনিক
বিক্ষুব্ধ সুনামিতে দিকভ্রান্ত জাহাজের মতো
নিজেকে ভাবি শুধু
পথহারা এক পথিক।

সাগরের মাঝবুকে জাহাজ যখন
পালতুলে চলে যায় নীল সীমানায়
আনমনে ভাবি, হতাম যদি সেই জাহাজ
বেদনাগুলোকে সাগরের বুকে মিশিয়ে দিয়ে
সুখেরই পাল তুলে দিয়ে
হতাম সুখী অনন্তকাল, সকাল-সন্ধ্যা-সাঁঝ।।


৫ই ফেব্রুয়ারী, ২০০৯

No comments:

Post a Comment