আমার ফেসবুক

Friday, June 26, 2009

মোহভঙ্গ

কোন একদিন দেখেছিলাম স্বপ্ন তোমায় নিয়ে
দুজন মিলে হারাবো কোন দুরের অচিনপুরে
গড়বো মোরা সুখেরই নীড়
অচিনপুরের কোন এক নিভৃত প্রান্তরে।


কোন একদিন বেঁধেছিলাম সুর শুধু তোমায় নিয়ে
যে সুরের মুর্ছনায় হারাতাম মোরা দুজন মিলে
দুর পাহাড়ের ধারের কোন এক গহীন গাঁয়ে
যেথায় দামাল ছেলেরা ভেসে যায় উচ্ছলতার স্রোতে।


সাগরের তীর ধরে যখন হেঁটে বেড়াতাম দুজন মিলে
তুমি তখন গাইতে গান মাতাল করা সুরে
সে সুরের মোহে আবিষ্ট মন ভাবতো শুধু তোমায়
নিবিড় করে চাইতো তোমায় সাগরের নীলসীমায়।


কখন যেন দমকা হাওয়ায় ভাঙ্গলো সে স্বপন
তোমায় নিয়ে হলো না আর সুখের বীজ বপন
মাতাল করা সুরের মোহ হঠাৎ গেলো কেটে
স্বপ্নগুলো রঙ্গীন হয়ে আর আসেনা সন্নিকটে।।


২৯শে মে, ২০০৯

No comments:

Post a Comment