আমার ফেসবুক

Wednesday, August 26, 2009

সুরঞ্জনার স্পর্শ

সুরঞ্জনা
আজ তোমার স্পর্শ বড়ই মিস করছি
সেই কাক ডাকা ভোর থেকে
যখন থেকে ঘুম ভেঙ্গে একাকী আনমনে
বসে আছি জানালার ধারে
তখন থেকেই তোমার দুহাতের ছোঁয়ায়
দূর অজানায় হারাতে মন চাইছে।


সুরঞ্জনা
তোমারও কি মনে পড়েনা?
সেই দিনগুলোর কথা?
যখন তুমি আর আমি দুজনে মিলে
হাত দুটি ধরে যেতাম চলে
দূর সাগরের পাড়ে
অনাগত ভবিষ্যতের স্বপ্ন চোখে নিয়ে।


আজ এতদিন পরে
আবারও ফিরে যেতে ইচ্ছে করে
সেই স্বর্ণালী দিনগুলোতে
দূরের নীল সাগরের পাড়ে
তোমার হাতে হাত রেখে
হেঁটে যেতে ইচ্ছে করে সুরঞ্জনা
আমার হৃদয়ের এই আকুতি
তুমি কি শুনতে পাওনা?

ক্ষমা করো, হে পিতা

হে পিতা
তোমার কারণে আজ মোরা এ দেশ পেয়েছি
তাই তোমায় জানাই কৃতজ্ঞতা
নিজের জীবনকে তুচ্ছ করে
তুমি দেশের জন্য জীবন বাজি রেখেছ
তাই তোমায় জানাই বিনম্র শ্রদ্ধা।


তুমি যদি না দেখতে স্বপন
তবে হত না মোদের
স্বাধীন দেশে রাত্রিযাপন,
তুমি ছিলে বলেই আজ মোরা
করি স্বাধীন দেশে বসবাস
তুমি ছিলে বলেই আজ মোরা
পেয়েছি লাল-সবুজের নিবাস।


পনেরই আগষ্টের সেই কালো রাত্রিতে
যেদিন পশুরা কেড়ে নিল তোমার প্রাণ
তুমি চলে গেলে আমাদের ছেড়ে
দূরের সেই অজানার পাড়ে
সেই কালো রাত্রির এত বছর পরেও
মোরা পারিনি সেই পশুদের শাস্তি দিতে
আজও দেখি ঘৃণ্য সেই পশুরা
দেশে বিদেশে বুক দাপিয়ে বেড়ায়
আজও দেখি তোমার গড়া দলের মানুষেরা
তোমার সন্মান ধুলায় মেশায়।


প্রতিনিয়ত তোমার প্রতি এত অন্যায় দেখেও
মোরা হয়ে আছি নির্বাক নিথর
হে পিতা, তুমি মোদের ক্ষমা করো
ক্ষমা করো মোদের নির্লিপ্ততাকে
তোমার হত্যার বিচার মোরা করতে পারিনি
পারিনি মোরা সেই পশুদের শাস্তি দিতে
দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে
একদা তুমি মোদের করেছিলে ঋণী
সে ঋণ মোরা আজও শোধ করতে পারিনি
হে পিতা, ক্ষমা করো মোদের এ অক্ষমতাকে।।


১৫ই আগষ্ট, ২০০৯

বৃষ্টি ও জমাটবাঁধা কষ্ট

মাঝে মাঝে বৃষ্টিকে খুব ঈর্ষা হয়
বৃষ্টির ফোঁটার মত অঝোর ধারায়
দু’চোখ থেকে অশ্রু ঝরাতে ইচ্ছে হয়
হৃদয়ের মাঝে জমে থাকা জমাট কষ্টগুলোকে
বৃষ্টির জলে ভাসিয়ে দিয়ে
নতুন করে সবকিছু ভাবতে ইচ্ছে হয়।


কিন্তু কেন যেন দু’চোখ বেয়ে
আগের মত আর অশ্রু ঝরেনা
প্রচন্ড কষ্টে হৃদয়ে যখন সৃষ্টি হয় ক্ষতের
তখন আর ডুকরে কেঁদে উঠতে পারিনা,

জমাটবাঁধা রক্তের মত
কষ্টগুলো তাই হৃদয়ের মাঝে গেঁথে রয়
আর বারে বারে শুধু মনে করিয়ে দেয়
কতটা বিষণ্ন আমি
কতটা একাকী আমি।।

১৩ই আগষ্ট, ২০০৯