আমার ফেসবুক

Tuesday, October 26, 2010

স্বপ্নে দেখা কবিতা

আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবেনা কোন কষ্ট গাঁথা,
রইবেনা কোন স্বজন হারানোর অব্যক্ত ব্যাথা,
যার পরতে পরতে রইবেনা কোন কান্নার সুর
যে সুরের টানে জীবনে আসে দুখের সমুদ্দুর।

আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবে শুধু জীবনেরই জয়গান,
পরতে পরতে রইবে শুধু স্বপ্নীল আহবান,
যে স্বপ্নের মায়াজালে পড়ে উড়ে যায় সব জরা,
রঙধনুরই বর্ণিলতায় মুছে যায় যত ক্ষরা।

স্বপ্নের সে কবিতা আজও তো আমার
হয়ে ওঠেনি লেখা
ঝড়ের তোড়ে উড়ে যাওয়া সময়ে
পাইনি সুখের দেখা,
কষ্টের যত রঙ আছে তা কবিতায় আসে ফিরে
কভু পাইনি দেখা সেই কবিতার,
যা ভাসাবে আমায় সুখের সাগরে।।

Wednesday, October 20, 2010

বৃষ্টিভেজা আকুতি

মেঘলা আকাশ হতে যখন বৃষ্টি পড়ে ঝরে
স্বপ্নগুলো তখন যেন রঙীন হয়ে ফেরে
গভীর রাতে যখন থাকি নিদ্রাদেবীর কোলে
রঙীন স্বপ্নগুলো তখন হৃদয় দোলায় দোলে।

সন্ধ্যাকাশের বারিধারা ঝরুক অবিরত
ঝরো হাওয়ায় ধুয়ে মুছে যাক হৃদয়ের সব ক্ষত
ঝরের তোড়ে হৃদয়ে যখন শুধুই বজ্র নিনাদ
এক পশলা বৃষ্টি তখন শুধুই আশীর্বাদ।

বন্ধু তুমি এসো আজি বৃষ্টিভেজা দিনে
ক্ষতে ভরা এ হৃদয়টা ভরুক সুখের আহবানে
তোমার তরে বসে আছি তাই স্বপ্নদুয়ার খুলে
দিওনা আর স্বপ্নগুলো গহীন জলে ফেলে।।

Wednesday, October 6, 2010

বৃষ্টিবিলাস

ইচ্ছে করে বৃষ্টিতে খুব
দুজন মিলে ভিজি
ইচ্ছে করে বৃষ্টির রঙে
দুজন মিলে সাজি।

ইচ্ছে করে বৃষ্টি নিয়ে
স্বপ্নজীবন গড়ি
ইচ্ছে করে দুজনে দেই
বৃষ্টির পথ পাড়ি।

ইচ্ছে করে বৃষ্টি হয়ে
তোমার পরে ঝরি
ইচ্ছে করে বৃষ্টি নিয়ে
তোমার দ্বারে ফিরি।।