আমার ফেসবুক

Friday, June 26, 2009

ফ্যান্টাসি

কখনও কখনও নিজেকে আকাশের মত মনে হয়
হৃদয়টাকে মনে হয় আকাশের মত বিশাল
বিশাল ঐ হৃদয় নিয়ে
জাগতিক না পাওয়ার বেদনা মাড়িয়ে
ভাবি শুধু পারতাম যদি করতে জয়
জাগতিক সব না পাওয়ার বেদনা।

কখনও কখনও নিজেকে সাগরের মত বড় মনে হয়
সাগরের বিশালতার মত নিজেকে বিশাল ভাবি
যত ঝড়-ঝঞ্চা আসুক, সাগরের ঢেউ এর মত
সবকিছুকে ভাসিয়ে দিতে পারব বলে বিশ্বাস করি।

আচমকা এক দমকা হাওয়া এসে
আমার সেই বিশ্বাসের ভিতগুলো নাড়িয়ে দেয়
কল্পনার রাজ্যে বসে আকাশ আর সাগরের মত ভাবনাগুলো
নিমেষেই বাস্তবতার আঘাতে জর্জরিত হয়ে যায়।

জীবনের কঠিন বাস্তবতা তখনই আঘাত করে
রেখে যায় মনের মাঝে সত্যের কঠিন পরশ
বুঝতে পারি সাগর ও আকাশের মত বিশাল আমি নই
যা কিছু ভাবি, সবই আমার কল্পনা
ফ্যান্টাসির রাজ্যে বসবাস।।


১৯শে মে, ২০০৯

No comments:

Post a Comment