আমার ফেসবুক

Wednesday, November 11, 2009

অনিশ্চিত যাত্রা

একটি প্রতিশ্রুতি
কিছু ভালোলাগা মুহুর্ত
সাথে অনিশ্চিত ভবিষ্যত
আর উচ্ছল বর্তমান।


একটি স্বপ্ন
কিছু সুখের অনুভূতি
সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি
আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অব্যক্ত কিছু আকুতি।


একটি ঝড়
কিছু এলোমেলো দিন
সাথে দুঃসহ কিছু যন্ত্রণা
আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।


ঝড় সামলে উঠে
আবার ঘর গোছানোর চেষ্টা
নিত্যনতুন ঝড়ে
আবার পিছিয়ে পড়া।


এভাবেই এগিয়ে যাচ্ছে
অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।

Friday, November 6, 2009

পথহারা এক পথিকের গল্প

আমি এক পথহারা পথিক
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।


জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।

আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।

আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।

Tuesday, November 3, 2009

পথিকের জন্য কবিতা

ওহে পথিক
যাচ্ছ কোথায় দূরে?
অনেকটা পথ এসেছো হেঁটে
একটু বসো আমার ধারে।


দুপুরের এ কাঠ-ফাটা রোদে
ক্লান্ত এক শরীর নিয়ে
এসেছো তুমি আমার দ্বারে
তোমায় আমি বসতে দেব
শীতলপাটির আসনেতে
খেতে দেব নানান খাবার
আমার রুপোর থালাটিতে।

পথিক, যাচ্ছ কোথায় দূরে?
একটু বসো আমার দ্বারে।।