আমার ফেসবুক

Tuesday, October 26, 2010

স্বপ্নে দেখা কবিতা

আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবেনা কোন কষ্ট গাঁথা,
রইবেনা কোন স্বজন হারানোর অব্যক্ত ব্যাথা,
যার পরতে পরতে রইবেনা কোন কান্নার সুর
যে সুরের টানে জীবনে আসে দুখের সমুদ্দুর।

আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবে শুধু জীবনেরই জয়গান,
পরতে পরতে রইবে শুধু স্বপ্নীল আহবান,
যে স্বপ্নের মায়াজালে পড়ে উড়ে যায় সব জরা,
রঙধনুরই বর্ণিলতায় মুছে যায় যত ক্ষরা।

স্বপ্নের সে কবিতা আজও তো আমার
হয়ে ওঠেনি লেখা
ঝড়ের তোড়ে উড়ে যাওয়া সময়ে
পাইনি সুখের দেখা,
কষ্টের যত রঙ আছে তা কবিতায় আসে ফিরে
কভু পাইনি দেখা সেই কবিতার,
যা ভাসাবে আমায় সুখের সাগরে।।

Wednesday, October 20, 2010

বৃষ্টিভেজা আকুতি

মেঘলা আকাশ হতে যখন বৃষ্টি পড়ে ঝরে
স্বপ্নগুলো তখন যেন রঙীন হয়ে ফেরে
গভীর রাতে যখন থাকি নিদ্রাদেবীর কোলে
রঙীন স্বপ্নগুলো তখন হৃদয় দোলায় দোলে।

সন্ধ্যাকাশের বারিধারা ঝরুক অবিরত
ঝরো হাওয়ায় ধুয়ে মুছে যাক হৃদয়ের সব ক্ষত
ঝরের তোড়ে হৃদয়ে যখন শুধুই বজ্র নিনাদ
এক পশলা বৃষ্টি তখন শুধুই আশীর্বাদ।

বন্ধু তুমি এসো আজি বৃষ্টিভেজা দিনে
ক্ষতে ভরা এ হৃদয়টা ভরুক সুখের আহবানে
তোমার তরে বসে আছি তাই স্বপ্নদুয়ার খুলে
দিওনা আর স্বপ্নগুলো গহীন জলে ফেলে।।

Wednesday, October 6, 2010

বৃষ্টিবিলাস

ইচ্ছে করে বৃষ্টিতে খুব
দুজন মিলে ভিজি
ইচ্ছে করে বৃষ্টির রঙে
দুজন মিলে সাজি।

ইচ্ছে করে বৃষ্টি নিয়ে
স্বপ্নজীবন গড়ি
ইচ্ছে করে দুজনে দেই
বৃষ্টির পথ পাড়ি।

ইচ্ছে করে বৃষ্টি হয়ে
তোমার পরে ঝরি
ইচ্ছে করে বৃষ্টি নিয়ে
তোমার দ্বারে ফিরি।।

Wednesday, September 29, 2010

সমাপ্তি

আচ্ছা, তবে তাই হোক
গল্পটা এখানেই শেষ হোক,
যে গল্পটা শুরু হয়েছিল একদিন
দু’জনে জন্ম-জন্মান্তরের সাথী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে,
সুখ, দুঃখ, বেদনায়
পরষ্পরকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা দিয়ে।

গল্পের শুরুটা ছিল রঙধনুর রঙের মতই রঙীন,
হাসি, আনন্দে দুজনের পাশাপাশি থাকায়,
দুঃখ, বেদনার মুহুর্তগুলোয়
প্রিয়জনকে পাশে পাওয়ার প্রেরণায়
স্বপ্নের মতই কাটছিল সোনালী সেসব দিন।

হঠাৎ এক আচমকা ঝড়ে
স্বপ্নের ফুলগুলো পড়ল ঝরে,
দু’জনার দুটি পথ আজ
গেছে বেঁকে দুটি দিকে,
রঙীন স্বপ্নগুলো হয়েছে তাই আজ ফিকে।

রূপালী আলোর বর্ণিলতায়
গল্পের শুরুটা ছিল রোমাঞ্চে ঘেরা,
অযাচিত এক আঘাতের তোড়ে
গল্পের শেষটা আজ
নীল বেদনার রঙে ভরা।।

Tuesday, August 17, 2010

অসমাপ্ত গল্প

ভেবেছিলাম একটা গল্প লিখব
জীবনের নানান চড়াই উতরাই নিয়ে,
নানা ঘটনা-দুর্ঘটনা পার হয়ে
আজ জীবনের যে মোড়ে এসে দাঁড়িয়েছি
সেসব নিয়ে একটা গল্প লিখব।

লেখাটা শুরুও করেছিলাম একসময়
কিছুদূর লেখার পর বুঝতে পারলাম
কেমন যেন খেই হারিয়ে ফেলেছি,
লেখাটা আর এগুচ্ছেনা,
মনের অব্যক্ত অনুভূতিগুলো
কেমন যেন দুমড়ে, মুচড়ে, চুপসে গেছে
বারে বারে শুধু মনে হচ্ছে
কি হবে গল্পটা লিখে?
কে পড়বে আমার এ ছাঁইপাশ, শিশুতোষ গল্প?

জীবনপথের নানান মোড়ের, নানান বাঁকের
ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনাগুলো
লিখতে চেয়েছিলাম গল্পের মত করে,
একদিন এক খেই হারানো সুরের মত
লেখার গতিটাও হঠাৎ কেমন যেন থেমে গেল,
অসমাপ্ত গল্পটা তাই আর
শেষ করা হল না।।

Wednesday, May 19, 2010

অস্পৃশ্য আকাশ

মাঝে মাঝে আকাশটাকে খুব কাছে মনে হয়,
মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যায়
নীল আকাশের এই সীমানাটাকে,
যখন খুশী ইচ্ছেমত হারিয়ে যাওয়া যায়
সাথে নিয়ে রঙ বেরঙের স্বপ্নগুলোকে।

মাঝে মাঝে আকাশটাকে খুব কাছে টেনে নিতে ইচ্ছে হয়,
হৃদয়ের সব জমাটবাঁধা স্বপ্নগুলোকে
আকাশের সাথে মিশিয়ে দিয়ে,
হারিয়ে যেতে ইচ্ছে হয়
আকাশেরই ঐ নীল অজানার পানে।

আচমকা এক ঝড়ো হাওয়া এসে
আমায় উপলব্ধি করতে বাধ্য করে
আকাশের বসবাস অস্পৃশ্যতার এক আবাহনে
আর মানুষের ঠিকানা? সে তো শুধু এই মর্ত্যেই।

Monday, February 8, 2010

স্বপ্নরাণী

কোন এক কাক ডাকা ভোরে
আমি বসেছিলাম জানালার ধারে
সদ্য ঘুম ভাঙা চোখে
ভালোলাগা কিছু স্বপ্নীল আবেশ নিয়ে।


ঘুমন্ত এক রাত্রিতে
রঙীন এক রাজ্যে হারিয়ে
সেদিন তোমায় পেয়েছি খুঁজে
তুমি এসেছিলে আমার স্বপ্নরাণী হয়ে।


হে স্বপ্নরাণী, তুমি কি আজও আছো?
আমার স্বপ্নরাজ্যের রাণী হয়ে?
আজও কি মায়াবী এক সুরের বাঁধনে
জড়িয়ে রেখেছো আমায়?
সেদিনের ঘুম ভাঙা ভোরের স্বপ্নীল আবেশে
আজও কি বেঁধে রাখোনি আমায়,
তোমারই হৃদয়ের স্বপ্ন-মৃত্তিকায়?