আমার ফেসবুক

Thursday, June 25, 2009

ধুলোমাখা স্মৃতি

পাওয়া-না পাওয়ার হিসেবটা কখনো বড়ই যন্ত্রণার
যখনই ভাবি জীবনে কিছুই হল না পাওয়া আমার
জীবনের এ কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে
বোধ করি খুবই অসহায় সবকিছু হারিয়ে।

ভালোবাসার অনাবৃষ্টির এই ক্ষণে
আমি বসে রই সেই সত্তার প্রতীক্ষায়
যার খানিক কোমল ছোঁয়ায় উড়িয়ে নিয়ে যাবে আমায়
ভর করে ইচ্ছে ডানায়।

পুরোনো স্মৃতিগুলোতে আজ
জমে গেছে কত ধুলো
জীবন চলার প্রতিটি বাঁকে
সেই ধুলো করে দেয় কখনো এলোমেলো।

মাঝে মাঝে মনে হয়
পারতাম যদি সেই স্মৃতি থেকে বিস্মৃত
হতাশায় মোড়া এ জীবনটা আজ
হত না বেদনার নীলে আবৃত।

তবুও চাইলেই ধুলোমাখা স্মৃতিগুলো
ভোলা কভু যায়না
নিজের মাঝে রয়ে যাওয়া মানবিকতা বোধটুকু
স্মৃতিতে এপিটাফ লিখতে দেয়না।।


৪ঠা নভেম্বর, ২০০৮

No comments:

Post a Comment