আমার ফেসবুক

Thursday, June 25, 2009

পাখি হতে ইচ্ছে করে

বসে আছি একা এই নির্জন ঘরটিতে
জানালার পাশে বসে তাকিয়ে দেখছি
সেই দূর আকাশের নাম না জানা পাখিটিকে।

পাখিটি কত স্বাধীন
চাইলেই সে উড়তে পারে সেই দূর অজানায়
ইচ্ছে হলেই ডানা মেলে যেতে পারে
সেই নীলাকাশের শেষ সীমানায়।

ইচ্ছে করে সেই পাখির মত
ডানা মেলে সেই দূরাকাশে উড়তে
মনের সব কষ্টগুলো আকাশে উড়িয়ে দিয়ে
আসব ফিরে আবার শুভ্রতার পরশ নিয়ে।

কিন্তু আমি তো পাখি হতে পারব না
পারব না পাখির মত উড়ে যেতে
সেই দূর অজানায় কষ্টগুলো ফেলে আসতে
ডানাদুটি মেলে দিয়ে আকাশের নীলে
নিজেকে রাঙিয়ে তুলতে পারব না।

তাই ভেবে এখনো বসে আছি
এই নির্জন ঘরটিতে
কষ্টগুলোকে নিজের বুকে চেপে
হয়তবা কখনো পাখি হব
অপেক্ষায় আছি এই অকল্পনীয় আশাটিতে।।


১৩ই জুলাই, ২০০৮

No comments:

Post a Comment