আমার ফেসবুক

Monday, February 8, 2010

স্বপ্নরাণী

কোন এক কাক ডাকা ভোরে
আমি বসেছিলাম জানালার ধারে
সদ্য ঘুম ভাঙা চোখে
ভালোলাগা কিছু স্বপ্নীল আবেশ নিয়ে।


ঘুমন্ত এক রাত্রিতে
রঙীন এক রাজ্যে হারিয়ে
সেদিন তোমায় পেয়েছি খুঁজে
তুমি এসেছিলে আমার স্বপ্নরাণী হয়ে।


হে স্বপ্নরাণী, তুমি কি আজও আছো?
আমার স্বপ্নরাজ্যের রাণী হয়ে?
আজও কি মায়াবী এক সুরের বাঁধনে
জড়িয়ে রেখেছো আমায়?
সেদিনের ঘুম ভাঙা ভোরের স্বপ্নীল আবেশে
আজও কি বেঁধে রাখোনি আমায়,
তোমারই হৃদয়ের স্বপ্ন-মৃত্তিকায়?