আমার ফেসবুক

Thursday, September 24, 2009

একটি ঝরাপাতার কাব্য

কোন এক কনকনে ঠান্ডা শীতে

গাছ থেকে ঝরে পড়েছিলো একটি পাতা

তারপর সেই ঝরাপাতাটি উড়তে উড়তে

চলে গেল দূরের সেই ছোট্ট গাঁয়ে

যে গাঁয়ের ছোট্ট এক কোণে

নির্জন এক সবুজ বনানীর

কোন এক গাছের গোড়ায় বসে

আনমনে বসে কিছু ভাবছিল

নিঃসঙ্গ এক কিশোর,

ঝরা পাতাটি উড়তে উড়তে

ঠিক গিয়ে পড়লো

আনমনা সেই কিশোরের কোলে।


ঝরা পাতাটি কিশোরটির কাছে আসতেই

তার ভাবনার ডাল শাখা গজালো নতুন দিকে।


পাতাটিতে হয়তোবা মিশে আছে

কোন নিঃসঙ্গ মানুষের না বলা কোন কথা,

নীল রঙের বেদনা হয়ে

কথাগুলো মিশে আছে পাতাটির সাথে

তাইতো একদা সজীব সতেজ এই পাতাটি

আজ শুকনো, নির্জীব হয়ে

ঝরে পড়েছে গাছের ডাল হতে

আর উড়ে এসেছে তারই কাছে

তার নিঃসঙ্গতার সঙ্গী হতে।।