আমার ফেসবুক

Thursday, June 25, 2009

জোছনারাতে এই আমি

জোছনা রাতে তারার দেশে
হাটছি পথে একা
আপনমনে গুনছি তারা
পথ যে আজ আঁধারে ঢাকা।

ভাবনাগুলো মোর মেলছে ডানা
চায় যে উড়তে সেই আকাশেতে
যায় না তারে বেঁধে রাখা
মনের এই মনিকোঠাতে।

আকাশে আজ তারারা হাসে
ছড়িয়ে দিয়ে আলো
শুভ্রতার পরশ বুলিয়ে
মুছে দিয়ে যায় হৃদয়ের সব কালো।

মেঘের কোলে সেই স্বপ্নরাজ্যে
যায় ছুটে যেতে এই মন
চারপাশের এই তারকারাজি
ইচ্ছেটাতে সায় দেয় প্রতিটিক্ষণ।

আমি আজ হেঁটে যাই
সেই জোছনাস্নাত পথটি ধরে
হয়তো পাব তারার দেখা
এই আশাটি মনে করে।।


১৫ই জুলাই, ২০০৮

No comments:

Post a Comment