আমার ফেসবুক

Thursday, June 25, 2009

হে জাতি, তুমি মোদের ক্ষমা করো

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য নিয়ে
সীমাহীন সাহস আর অসীম ত্যাগ দিয়ে
বীর সেনানীরা স্বাধীন করেছিলো তোমায়
আজ সে লক্ষ্য থেকে মোরা সরে গেছি যোজন দূরে
হে জাতি, তুমি মোদের ক্ষমা করো।


স্বাধীনতা যুদ্ধের ঘৃণ্য নরপশুরা
আজও বীরদর্পে পথঘাট দাপিয়ে বেড়ায়
আজও তাদের গাড়িতে ওড়ে মোদের প্রিয় লাল-সবুজ
আজও মোদের কর্তারা ব্যস্ত তাদের পদলেহনে
হে জাতি,তুমি মোদের ক্ষমা করো।


এত বছর পরেও মোরা পারিনি
সেই ঘৃণ্য নরপশুদের শাস্তি দিতে
তোমার মাটিতে তাদের বিচার করতে
নর্দমার সেসব কীটদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে
হে জাতি, তুমি মোদের ক্ষমা করো।


তোমার নতুন প্রতিনিধি বাছাই নিয়ে
আজ কাটায় সময় সবাই ব্যস্ত হয়ে
থেমে নেই সেখানেও দুর্নীতিবাজদের কালো ছায়া
মোরা রুখতে পারিনি সমাজের অন্ধকারের মায়া
হে জাতি, তুমি মোদের ক্ষমা করো।।


১১ই ডিসেম্বর, ২০০৮

No comments:

Post a Comment