আমার ফেসবুক

Friday, June 26, 2009

অব্যক্ত যন্ত্রণার কথামালা

বহুদিন আকাশভরা জোছনা দেখিনা
দেখিনা সন্ধ্যাকাশের আলো ঝলমলে তারা
তারার আলোয় এখন আর দেখা হয়না
শ্রাবণের সেই অবারিত বারিধারা।

এখন আমার আকাশে আর তারা জ্বলেনা
স্বপ্নগুলো কেন যেন আর ডানা মেলেনা
রূপালী চাঁদটিকে মনে হয় আজ বড়ই অচেনা
বুক জুড়ে আজ শুধুই অব্যক্ত যন্ত্রণা।

যন্ত্রণাগুলো আজ হৃদয়টাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
জীবনটাকে খুব অসহনীয় মনে হচ্ছে
খাঁচায় বন্দী ছটফটে পাখির মত
নীল আকাশে উড়ে যেতে ইচ্ছে করছে।।


৯ই ফেব্রুয়ারী, ২০০৯

No comments:

Post a Comment