আমার ফেসবুক

Wednesday, August 26, 2009

ক্ষমা করো, হে পিতা

হে পিতা
তোমার কারণে আজ মোরা এ দেশ পেয়েছি
তাই তোমায় জানাই কৃতজ্ঞতা
নিজের জীবনকে তুচ্ছ করে
তুমি দেশের জন্য জীবন বাজি রেখেছ
তাই তোমায় জানাই বিনম্র শ্রদ্ধা।


তুমি যদি না দেখতে স্বপন
তবে হত না মোদের
স্বাধীন দেশে রাত্রিযাপন,
তুমি ছিলে বলেই আজ মোরা
করি স্বাধীন দেশে বসবাস
তুমি ছিলে বলেই আজ মোরা
পেয়েছি লাল-সবুজের নিবাস।


পনেরই আগষ্টের সেই কালো রাত্রিতে
যেদিন পশুরা কেড়ে নিল তোমার প্রাণ
তুমি চলে গেলে আমাদের ছেড়ে
দূরের সেই অজানার পাড়ে
সেই কালো রাত্রির এত বছর পরেও
মোরা পারিনি সেই পশুদের শাস্তি দিতে
আজও দেখি ঘৃণ্য সেই পশুরা
দেশে বিদেশে বুক দাপিয়ে বেড়ায়
আজও দেখি তোমার গড়া দলের মানুষেরা
তোমার সন্মান ধুলায় মেশায়।


প্রতিনিয়ত তোমার প্রতি এত অন্যায় দেখেও
মোরা হয়ে আছি নির্বাক নিথর
হে পিতা, তুমি মোদের ক্ষমা করো
ক্ষমা করো মোদের নির্লিপ্ততাকে
তোমার হত্যার বিচার মোরা করতে পারিনি
পারিনি মোরা সেই পশুদের শাস্তি দিতে
দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে
একদা তুমি মোদের করেছিলে ঋণী
সে ঋণ মোরা আজও শোধ করতে পারিনি
হে পিতা, ক্ষমা করো মোদের এ অক্ষমতাকে।।


১৫ই আগষ্ট, ২০০৯

No comments:

Post a Comment