আমার ফেসবুক

Wednesday, August 26, 2009

বৃষ্টি ও জমাটবাঁধা কষ্ট

মাঝে মাঝে বৃষ্টিকে খুব ঈর্ষা হয়
বৃষ্টির ফোঁটার মত অঝোর ধারায়
দু’চোখ থেকে অশ্রু ঝরাতে ইচ্ছে হয়
হৃদয়ের মাঝে জমে থাকা জমাট কষ্টগুলোকে
বৃষ্টির জলে ভাসিয়ে দিয়ে
নতুন করে সবকিছু ভাবতে ইচ্ছে হয়।


কিন্তু কেন যেন দু’চোখ বেয়ে
আগের মত আর অশ্রু ঝরেনা
প্রচন্ড কষ্টে হৃদয়ে যখন সৃষ্টি হয় ক্ষতের
তখন আর ডুকরে কেঁদে উঠতে পারিনা,

জমাটবাঁধা রক্তের মত
কষ্টগুলো তাই হৃদয়ের মাঝে গেঁথে রয়
আর বারে বারে শুধু মনে করিয়ে দেয়
কতটা বিষণ্ন আমি
কতটা একাকী আমি।।

১৩ই আগষ্ট, ২০০৯

No comments:

Post a Comment