আমার ফেসবুক

Friday, November 6, 2009

পথহারা এক পথিকের গল্প

আমি এক পথহারা পথিক
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।


জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।

আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।

আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।

No comments:

Post a Comment