আমার ফেসবুক

Monday, October 12, 2009

মানুষ

মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি যন্ত্রমানবও নও?
নানারঙের স্বপ্নগুলো যখন
ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়ে
তখনকি তুমি শুধুই কষ্ট পাও?
নাকি কষ্টগুলোকে বুকে চেপে রেখে
বোধহীন এক যন্ত্রমানব হয়ে যাও?


মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি পাথরও নও?
জীবন চলার নানান বাঁকে
দুঃখ,জরা,বেদনা,ক্লান্তিতে
যখন দেখ চারদিকে গহীন অন্ধকার
তখন কি ইচ্ছে হয়না কভু
কষ্টগুলোকে পাথর বানিয়ে বুকে চেপে রাখবার?


মানুষ, তুমি কি হতে পেরেছ তেমন মানুষ?
কখনওবা যন্ত্রমানব, কখনওবা পাথরের মত
জাগতিক অনুভূতিগুলোকে মনের গহীনে চেপে রেখে
মুছে দিয়ে হৃদয়ের সব না পাওয়ার ক্ষত
পেরেছ কি তেমন মহামানব হতে?

No comments:

Post a Comment