আমার ফেসবুক

Friday, June 26, 2009

স্বপ্নপুরী

আমাদের দেশ কবে হবে সেই স্বপ্নপুরী
দিগন্তে ওড়াবো ইচ্ছেডানার ঘুড়ি
যে দেশে থাকবেনা নরকের কীটগুলোর বাস
দিকে দিকে বয়ে যাবে শান্তির সুবাতাস।

স্বপ্নপুরীর সেই দেশে
মুদবো নয়ন শান্তির আবেশে
ফিরবো নীড়ে সব শঙ্কার পথ পেরিয়ে
ক্লান্তিকর একটি দিনের শেষে।

মোদের সে দেশ হবে সোনার বাংলাদেশ
যে দেশে মিলে মিশে রইব মোরা
ভাগ করে নিয়ে সকল দুঃখ-জরা
বানাবো মোরা একে প্রিয় স্বদেশ।।


১১ই ডিসেম্বর, ২০০৮

No comments:

Post a Comment