আটত্রিশ বছর পর আজ এই দিনে বসে ভাবি
সত্যিই কি আমরা স্বাধীন?
স্বাধীনতার সত্যিকারের মানে কি আমরা বুঝি?
একাত্তরের এই দিনে যে লক্ষ্য নিয়ে বীর যোদ্ধারা
ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে
সেই লক্ষ্যে কি আজও পৌঁছাতে পেরেছি?
আজও যখন মানুষরূপী হায়েনারা
থাবা দিয়ে বেড়ায় প্রিয় এই লাল-সবুজের মাটিকে
স্বাধীনতাবিরোধীরা বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়
প্রিয় মাতৃভুমির এই ভূমিতে
তখনও কি আমরা ভাবি আমরা স্বাধীন?
স্বাধীনতা শব্দটি আজ বড়ই সস্তা
স্বাধীন দেশে থেকেও আজ আমরা পরাধীন
সেই মানুষরূপী হায়েনারা আজও পথঘাট দাপিয়ে বেড়ায়
দেশ নিয়ে এখনও তারা আঁধারের জাল বিছায়
সেই জাল ছিঁড়ে কবে আমরা আলোর মুখ দেখব?
কবে আমরা পূর্ণ স্বাধীনতার স্বাদ পাব?
২৬শে মার্চ, ২০০৯
আমার ফেসবুক
Friday, June 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment