আমার ফেসবুক

Wednesday, October 14, 2009

অনিন্দিতা.....এক স্বপ্নে দেখা রাজকন্যা

অনিন্দিতা
যেদিন তোমায় প্রথম দেখি
বাসন্তি রঙের শাড়ীতে
পহেলা বৈশাখের সেই জটলাতে
অনেক মানুষের ভীড়ে
সেদিন তোমায় চিনে নিতে
আমার কোন কষ্ট হয়নি
কারণ তোমার ছবি গাঁথা ছিল
আমার এ হৃদয়ে বহুকাল আগে থেকেই
স্বপ্নে দেখা এক রাজকন্যার মতই।


বৈশাখের সেই প্রথম দিনে
তোমায় দেখার পর থেকেই
ভেবেছি আমার স্বপ্নে দেখা রাজকন্যা
আজ এসেছে বাস্তবে
সেদিন থেকেই তোমায়
নিজের করে পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে
দিন গুনে যাই
কবে হবে স্বপ্নপূরণ
কাটছে যে দিন সেই প্রত্যাশায়।।

Monday, October 12, 2009

মানুষ

মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি যন্ত্রমানবও নও?
নানারঙের স্বপ্নগুলো যখন
ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়ে
তখনকি তুমি শুধুই কষ্ট পাও?
নাকি কষ্টগুলোকে বুকে চেপে রেখে
বোধহীন এক যন্ত্রমানব হয়ে যাও?


মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি পাথরও নও?
জীবন চলার নানান বাঁকে
দুঃখ,জরা,বেদনা,ক্লান্তিতে
যখন দেখ চারদিকে গহীন অন্ধকার
তখন কি ইচ্ছে হয়না কভু
কষ্টগুলোকে পাথর বানিয়ে বুকে চেপে রাখবার?


মানুষ, তুমি কি হতে পেরেছ তেমন মানুষ?
কখনওবা যন্ত্রমানব, কখনওবা পাথরের মত
জাগতিক অনুভূতিগুলোকে মনের গহীনে চেপে রেখে
মুছে দিয়ে হৃদয়ের সব না পাওয়ার ক্ষত
পেরেছ কি তেমন মহামানব হতে?

Sunday, October 4, 2009

স্বপ্নের ঝুলি

আমি এক স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্ন ফেরি করে বেড়াই
দিন রাত্রি সারাবেলা
মাঠ,ঘাট,পথ,প্রান্তর
হোক না যতই
রোদ বৃষ্টি ঝড়
কেউ ফেরে না শূণ্য হাতে
স্বপ্ন বিলিয়ে বেড়াই তাদের
অনন্ত প্রহর।


স্বপ্নগুলো ঝুলিতে নিয়ে
পথ,ঘাট,মাঠ পেরিয়ে
ছুটছি শুধু এপাড়ায় ওপাড়ায়
স্বপ্নহারা পথিকের প্রত্যাশায়।


তোমাদের মাঝে কেউ কি আছ?
এমন কোন নিঃসঙ্গ পথিক
হঠাৎ কোন দমকা হাওয়ায়
লাল-নীল স্বপ্নগুলো হারিয়েছ
তবে এসো আমার কাছে
আমি রয়েছি তোমাদেরই পাশে
নানান রঙের স্বপ্নের ঝুলি নিয়ে।।